কতো জায়গায় যে খুঁজলাম তোমাকে ,
সেই পূর্ণিমার রাতে ..
সেই একা গাছটার নীচে ,
পাগল করা সন্ধেবেলার –
-বারান্দাটায় ,ঝুম্ বৃষ্টি নামা বিসন্ন রাতে।
আমার চোখে একটু তাকাও !
ঐযে চোখের নীচে কালি !
তাও তোমার জন্য !!
তোমার আসার অপেক্ষায় ….
এক একটা একলা বসন্ত খোঁপার ভাজে জমিয়ে রেখেছি ।
আমায় ছুঁয়ে দেখতে…আসবে একবার ??
আমার জন্য তোমার কি কোন মায়া নেই , কিচ্ছুটি নেই ???
৮টি মন্তব্য
লীলাবতী
অন্তহীন অপেক্ষার থেকে
দ্বীপাতিত লক্ষ্যে চলে যাওয়া ভালো।
ছাইরাছ হেলাল
কবিতাটির নামটি যথার্থ হয়েছে ।
জিসান শা ইকরাম
একদিন অপেক্ষার হবে অবসান
ভালো লেগেছে কবিতা ।
শুভকামনা—
আদিব আদ্নান
যন্ত্রণাময় অপেক্ষা অবশ্যই দুঃসহ …
লেখাটি ভালই লাগল যদিও কবিতাকে একটু কম জানি ।
জবরুল আলম সুমন
কাছে আসার এই অমৃত আহবান উপেক্ষা করার সাধ্য কার? নিশ্চয় আসবে, এক না একদিন আসবেই।
পেন্সিলে আঁকা পরী
তোমার আসার অপেক্ষায় ….
এক একটা একলা বসন্ত খোঁপার ভাজে জমিয়ে রেখেছি ।
সুন্দর।শুভ কামনা।
শিশির কনা
সুন্দর কবিতা। অপেক্ষার হবে অবসান।
সুরাইয়া পারভীন
আমার জন্য তোমার মায়া নেই?
কি জানি হয়তো আছে নয়তো নেই
তবুও অপেক্ষার অবসান ঘটিয়ে
সে আসুক ফিরে