অপেক্ষা নবান্নের

ছাইরাছ হেলাল ৮ এপ্রিল ২০১৯, সোমবার, ০৭:৩৭:৫৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৫০ মন্তব্য

 

ফসল কুড়োতে হলে ফিরে-ফিরে আসতে হবে
ফেলে আসা আল-পথের পথে,
যেখানে উৎসব-ফসলের-অপেক্ষা দাঁড়িয়ে আছে
উঠবে ঘরে।

হাসিমুখ কৃষকের গোলা উপচে, পালের নৌকা গরু/মহিষের গাড়ী
ঘাম-শরীর-কৃষকের মাথায় চড়ে দিনান্তে, নবান্নের উৎসবে দিকে দিকে,
সেবারের সিডরে পরাস্ত-কৃষক, এবারে হাসি-মুখ উদ্বাহু দাঁড়িয়ে;

নিঃশব্দ একাকীর মাঠ নীরব অপেক্ষায়,
লাঙলের চাষি আসবেই, নিত্য আলোর বিন্যাসে।

১জন ১জন
0 Shares

৫০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ