উৎসর্গ ঃ (আমার এমন একজন বন্ধুকে যাকে মানুষ হিসবে
আমি ১০-এ ৭ দিয়েছি । কবিতার নামটা তারই দেয়া । )
একটু একটু করে তুলে নিলো
মুখরা তারা, প্রিয় ছায়াদাতা, আকাশ, জ্যোৎস্নার ফুলদের …
দিলো কঠিন পাহাড় -বুকে –
বইয়ে কান্না চিরঝর্না ।
প্রশ্ন উঠে আসে- বেঁচে আছো কেনো !?
-জানে সিলিং ফ্যান, জানে দড়িটা, জানে উঁচু টুলটা –
কেনো যে শেষ পর্যন্ত পায়ের নীচ হতে সরে যায় না !!!
-স্লিপিং পিলরাও কোন কার্যকর জবাব হয় না !!!
সিদ্ধান্ত রোমান্টিসিজম দেয় গোপন প্রশান্তি
ঈশ্বর-ঈশ্বরীর পরিণাম নির্দিষ্ট অপ্রকাশিত প্রেম
অপ্রাপ্তি-প্রত্যাশায় কেটে যায় সূর্যবেলা …
মার্সি কিলিং-এর আবেদন
মার্জিত হয় মার্সি সুইসাইড-এ
প্রার্থনা প্রত্যাখ্যান হয়ে ঝুলে রয় ইথারে
অবশেষে শর্ত আরোপিত বিবেচনাধীন স্থগিতাদেশ
দুস্ট রাজা আর জলপরীর অনুমতি প্রযোজ্য
ভালোবাসার নিষ্পাপ-নিষ্ঠুর দাবীদার !
অপেক্ষা রয় কৃষ্ণের বাঁশির
পাওয়া হবে দৈবযান!
যমুনার ঘাটেই ঈশ্বর-মিলন।
৩০টি মন্তব্য
শুন্য শুন্যালয়
অনেকদিন পর লিখলেন ..
খুব সুন্দর…
আফ্রি আয়েশা
ধন্যবাদ আপু 🙂
মোঃ মজিবর রহমান
অনেক বেদনাভরা কবিতাখানি
ভালো লাগলো।
আফ্রি আয়েশা
বেদনার দাবী থেকেই এই কবিতার জন্ম …
ধন্যবাদ জানবেন এবং শুভকামনা ।
জিসান শা ইকরাম
কবিতা ভালো হলেও
সিলিং ফ্যান , দড়ি , টুল , স্লিপিং পিল এসব ভালো না ম্যাডাম —
শুভ কামনা ।
আফ্রি আয়েশা
দাদা , ভালো আর রয় না কিছুই …
আপনার জন্যে ভালোবাসা 🙂
রকিব লিখন
আবেগ আর শব্দ যেন পেথেটির কোন বাঁশির সুরের দুর্ধর্ষ মিলনে এককার।।
ভাল লেগেছে।। (y)
আফ্রি আয়েশা
সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ
শুভকামনা জানবেন 🙂
ছাইরাছ হেলাল
এ যে স্পষ্টই আত্মহনন ।
আফ্রি আয়েশা
হু , মার্সি সুইসাইড
মা মাটি দেশ
ভালই লিখেন মনে হচ্ছে এত অনিমিত কেনো সোনেলায় আশা রাখি পাবো আপনাকে প্রতিদিন -{@ (y)
আফ্রি আয়েশা
আশা করি পাবেন, সোনেলা-কে ভালোবাসি 🙂
ধন্যবাদ জানবেন 🙂
খসড়া
ভালইতো। কিন্তু টার্গেট মিস হইলে লজ্জার সীমা পরিসীমা থাকবে না আর মিস যদি না হয় তবে পরিবার স্বজন এদের লজ্জার সীমা থাকবে না।
আফ্রি আয়েশা
হাহাহাহাহা… এই জন্যেই তো এটা শুধু সুইসাইড না , মার্সি সুইসাইড । পরিবারের স্বজনদের অনুমতি পাওয়ার প্রার্থনা চলছে …ফলে কোন পক্ষ-ই লজ্জা পাবে না আশা রাখি , যা হবে সর্ব-মৌনসম্মতিতেই
হবে 😉
আপনার কমেন্টে খুব মজা পাইছি । শভকামনা জানবেন 🙂
নীলকন্ঠ জয়
এতোদিন কোথায় ছিলেন?
উতসর্গ ভালো লেগেছে। ফেইসবুকেও পড়েছি।
অনেক শুভেচ্ছা।
আফ্রি আয়েশা
ডুব দিয়া ছিলাম 🙂
শুভকামনা সব সময় জানবেন , সব জায়গাতেই
লীলাবতী
কবিতা দেখে ভয় পেলাম আপু।
আফ্রি আয়েশা
ভয় দেখাতে চাইনি আপু 🙁
রাতুল
🙂
আফ্রি আয়েশা
😛
বনলতা সেন
ভালোবাসার দাবি নিয়েই কৃষ্ণের বাঁশি বেজে চলে ।
আফ্রি আয়েশা
হু , সেই দাবী থেকেই অপেক্ষা , বাঁশির …
মূলত বাঁশি দিয়ে স্বাভাবিক মৃত্যুর ডাককে বোঝাতে চেয়েছি 🙂
ভালো থাকবেন
শিশির কনা
আপনি তো অদ্ভুত মানুষ , এমন কবিতা কিভাবে লিখেন ? 🙁 (y)
আফ্রি আয়েশা
আমরা সবাই অদ্ভুত 🙂
ভালো থাকবেন আপু
স্বপ্ন
ভয় পেলাম মনে হয় , এত সুন্দর কবিতা পড়ে (y)
আফ্রি আয়েশা
ভয়ের কিছু নেই 🙂
শুভকামনা জানবেন
সীমান্ত উন্মাদ
উচ্চ ধরনের কবিতা বুঝিনা। তয় সবার কমেন্ট দেইখা মনে হইলো ভালো হইছে। তাই ভালোলাগা দিয়া গেলাম। শুভকামনা নিরন্তর।
আফ্রি আয়েশা
ধন্যবাদ 🙂
শুভকামনা সব সময় ভালো থাকবেন 🙂
রাসেল হাসান
খুব সুন্দর লাগলো! অনেকদিন লিখেন না দেখছি? 🙂
আফ্রি আয়েশা
লিখবো
ধন্যবাদ , শুভকামনা জানবেন 🙂