অপেক্ষার মধুযন্ত্রণা

ছাইরাছ হেলাল ২৮ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার, ০৯:০৯:১৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

দ্বৈতাদ্বৈতের গুঞ্জন তুলে, অর্জন-উপার্জনের কথা ভেবে, বদলাতে হবে না,
বদলে যাবও না, এই অপেক্ষা-প্রহরে, নিবিড় নিবিষ্ট নিশীথের আলপথে ফোটা
গোলাপগন্ধা শাড়ি-ফুল, সহসা আঁতিপাঁতি করে হাতড়াতে হাতড়াতে এড়িয়ে-মাড়িয়ে
আস্তব্যস্ত হয়ে বেপথু-আঙিনায় উঁকি দেব, স্থাণু হব!
এমন-ও-না,

জ্বলজ্বলে উন্মুখ বুকে-মুখে বিষ পুষে রাখিনি,
একাট্টা জ্ঞানী-নির্জ্ঞানের অশনি-শাসনে চিৎকার করিনি,
সায়ানাইড নেব বলে ঠোঁট তুলে হাঁ-হয়ে আছি
নীলকণ্ঠ নই, তা-তো জানি-ই।

চেনা-অচেনায় খুঁজে ফেরে নিজেকে নিজে
আসমুদ্রবালিয়ারির ধার ঘেঁসে অপেক্ষা, অপেক্ষা করছে
একদিকদর্শিতায় খুবই চেনা-অচেনার দহন-বুকে, চুপেচুপে,

বিস্ময়বিমুগ্ধ শব্দছন্দনহরের আড়ালে, দুহি নীরব যন্ত্রণা সঙ্গোপনে,
নিশি নিশ্বাসের দীর্ঘশ্বাসে, কাঁদি নিরালকান্নায়, স্বর্গোদ্যানে,
সব-ই রয়ে যায়, না-প্রকাশে;

বুকে কান পাতি, শুনি,
জন্মজন্মান্তরে ব’য়ে যাওয়া জাতিস্মরের প্রতিধ্বনি
শ’য়ে-শ’য়ে বিমূর্ত বিস্ময়, হতবাক এখানেও দিব্যি;

সব ঝিনুকে মুক্তো হয় না, সব বৃষ্টিও চাতকের না,
তবুও অপেক্ষা অপেক্ষায় থাকে
ঝলমলে বিচূর্ণ আলোয় না-ঘুম শিথানে;

(ফারসি আপ্তবাক্য—‘দুনিয়া বা উমিদ খরদা শুদা’
দুনিয়া চলছে আশায় ভরসা করে,)

৪৩৯জন ৪৩৯জন
0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ