তোমায় নিয়ে একছত্র ছন্দ লিখতে চেয়েছি
হয়নি তা আর
যেমন করে হয়নি আমার কবি হওয়া
তোমায় নিয়ে ভোরের শিশিরভেজা ঘাসে
হাটতে চেয়েছিলাম নগ্ন পায়ে
হয়নি তা আর
যেমন করে হয়নি আজো শিশির বিন্দু দেখা
তোমায় ঘিরে সুখী হতে চেয়েছিলাম
পুরো পৃথিবীর বুকে অহংকার করতে চেয়েছিলাম
হয়নি আর তা
যেমন করে সুখ আসেনি অহংকারের এ নগরে
তোমায় ভালোবাসি বলতে চেয়েও ফিরে এসেছি আমি
সাহসিকতার সাথে পুনরায় সম্মুখে দাঁড়িয়েছিলাম তোমার
বলা হয়নি আর
যেমন বাক প্রতিবন্ধিদের বলা হয়না আবেগ
৮টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
চমৎকার কবির অনুভূতি।
সঞ্জয় কুমার
আরো লিখুন । । ভালো হয়েছে ।
ওয়ালিনা চৌধুরী অভি
বেশ সুন্দর হয়েছে। বাক প্রতিবন্ধীরাও এক দিন ঠিকই কথা বলে উঠবে।
নুসরাত মৌরিন
খুব ভাল লাগলো।
একজীবনে মানুষের আসলেই কত যে অপারগতা…।
ব্লগ সঞ্চালক
২৪ ঘন্টায় একজন ব্লগার একটি পোষ্ট দিবেন। একারনে আপনার শেষ পোষ্ট খসড়ায় রেখে দেয়া হলো। ২৪ ঘন্টা পরে ঐ পোষ্ট আপনি ইচ্ছে করলে পুনপ্রকাশ করতে পারবেন।
সোনেলার সাথে থাকার জন্য ধন্যবাদ।
সায়ন্তনু
বলে ফেলুন বুক চিতিয়ে।
খেয়ালী মেয়ে
চেষ্টা চালিয়ে যান–একদিন সব হয়ে যাবে 🙂
ছাইরাছ হেলাল
‘চেষ্টা চালিয়ে যান–একদিন সব হয়ে যাবে’ এই বুদ্ধিটি কাজের ।ট্রাই করে দেখতে পারন।