অপারগতার প্রকাশ

হৃদয়ের স্পন্দন ৯ নভেম্বর ২০১৪, রবিবার, ১২:৪৮:০৪পূর্বাহ্ন বিবিধ ৮ মন্তব্য

তোমায় নিয়ে একছত্র ছন্দ লিখতে চেয়েছি
হয়নি তা আর
যেমন করে হয়নি আমার কবি হওয়া

তোমায় নিয়ে ভোরের শিশিরভেজা ঘাসে
হাটতে চেয়েছিলাম নগ্ন পায়ে
হয়নি তা আর
যেমন করে হয়নি আজো শিশির বিন্দু দেখা

তোমায় ঘিরে সুখী হতে চেয়েছিলাম
পুরো পৃথিবীর বুকে অহংকার করতে চেয়েছিলাম
হয়নি আর তা
যেমন করে সুখ আসেনি অহংকারের এ নগরে

তোমায় ভালোবাসি বলতে চেয়েও ফিরে এসেছি আমি
সাহসিকতার সাথে পুনরায় সম্মুখে দাঁড়িয়েছিলাম তোমার
বলা হয়নি আর
যেমন বাক প্রতিবন্ধিদের বলা হয়না আবেগ

১জন ১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ