1. এক সময় পরিবারের , সমাজের ও দেশের গর্ব ছিল নীতি, আদর্শ, সৎচরিত্র সাহসী ব্যাক্ত্বিত্ববান হওয়ার দৌড়ে এগোনো। বিভিন্ন উপন্যাস, গল্প বই ছিল তাঁর লেখার সংগ্রামী কলমের ধারক। আজ সেই ধাচের , সেই আদর্শিক সমাজ ও লেখক কোনটাই নাই।

এই বিজ্ঞাপনের ডায়ালগে মন ভরে, হৃদয় আন্দোলিত হয় কিন্তু ভাল লাগে না! কেন? তার কারণ এখানে বাস্তবতার সাথে মিল নাই।

যে বিজ্ঞাপন তৈরী করেছে এবং যে কর্মকর্তারা সরকারি কোষাগার থেকে টাকা লুট করেছে কেউ সততা দেখায় নি।

এরা দশ টাকার বিল একশত টাকা করে দেশ, জাতি ও দশের অপুরণীয় ক্ষতি করেছে। আর এর বিনিময়ে সাধারণ মানুষ বিজ্ঞাপনসহ এই কাজের প্রতি হৃদয় নিংড়ানো ঘৃনা,  অবজ্ঞা, গালিগালাজ, ঘুষ খোর,  দুর্নীতিবাজ যত খারাপ ভাষায় গালি দেওয়া যায় দেয়। আমিতো বন্ধ করে দিই বিটিভি।

আমরা এখন খারাপ কে ঘৃনা করতেও পারিনা। কারণ আমাদের ৯৯.৯৯ ভাগ পরিবার সদস্যই দুর্নীতিগ্রস্ত।
হয় বাবা খারাপ, না হলে ছেলে খারাপ। এই ক্ষেত্রে একে অপরের পরিপূরক।

এইখান থেকে আমাদের মুক্তির পথ খুবই দুরূহ।

১৪৭০জন ১২৯২জন

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ