অণু কবিতা

সিকদার সাদ রহমান ৮ এপ্রিল ২০১৯, সোমবার, ০৯:২৯:০৮অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

তুমি আমার পহেলা বৈশাখ
বুকের ভেতরে ঝড়
তোমায় দেখে হয়ে গেলো
কলিজাটা নড় বড়

তুমি যাওয়ায় কাল বৈশাখী
হানলো আঘাত বুকে
এই ক্ষরণ কার জন্যে,
কে রাখবে রুখে?

#সিকদার_সাদ_রহমান
০৫-০৪-২০১৯

১জন ১জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ