অনুমতি

সাবিনা ইয়াসমিন ২১ মে ২০১৯, মঙ্গলবার, ০৩:২৪:৩০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

 

কালের চঞ্চলতায় হৃদয়ে ফোঁটা পদ্ম ক্ষুব্ধ নয়নে প্রশ্ন রাখে, আর কত ?
শুচিতা–নির্মলতা কুয়াশার আড়ালে ঢেকে অনুমোদনের অপেক্ষায় প্রহর গোনে,
চিরকালের চেনা রঙের পদ্ম নীলাভ বিষ–আচ্ছাদনে জেগে উঠছে মৃতের মতন,
শ্যাওলার ঘাট এখনো বহুদূর..
একটি হৃৎপিণ্ড নেবার আকাঙ্ক্ষায় গিয়েছিলো মন-হাটে,
অনেক যাচাই-বাছাই করে দাম চুকিয়ে হাতে নিতেই জ্বলজ্বল হয়ে দেখা দিলো ক্ষত ! ফিরত নিতে অস্বীকৃত দিলো বিক্রেতা;
নিখুঁত হওয়ার প্রত্যাশায় তাকিয়ে থাকা হৃৎপিণ্ডের বুক থেকে ঝরছিলো ভালোবাসা।
অভিমান-অনুযোগ ভুলে নীলাভ পদ্ম ছুটে চলে ঈশ্বরের পানে, আজ ঈশ্বরের সীমাহীন ব্যস্ততা।
নীলাভ পদ্ম ক্ষত-হৃৎপিণ্ডের খাঁজে থমকে থাকে,
ঈশ্বর অনুমতি, অপেক্ষা, উপেক্ষা প্রতিক্ষার…

* অ-কবিতা

১১৮১জন ১১৮৩জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ