কালের চঞ্চলতায় হৃদয়ে ফোঁটা পদ্ম ক্ষুব্ধ নয়নে প্রশ্ন রাখে, আর কত ?
শুচিতা–নির্মলতা কুয়াশার আড়ালে ঢেকে অনুমোদনের অপেক্ষায় প্রহর গোনে,
চিরকালের চেনা রঙের পদ্ম নীলাভ বিষ–আচ্ছাদনে জেগে উঠছে মৃতের মতন,
শ্যাওলার ঘাট এখনো বহুদূর..
একটি হৃৎপিণ্ড নেবার আকাঙ্ক্ষায় গিয়েছিলো মন-হাটে,
অনেক যাচাই-বাছাই করে দাম চুকিয়ে হাতে নিতেই জ্বলজ্বল হয়ে দেখা দিলো ক্ষত ! ফিরত নিতে অস্বীকৃত দিলো বিক্রেতা;
নিখুঁত হওয়ার প্রত্যাশায় তাকিয়ে থাকা হৃৎপিণ্ডের বুক থেকে ঝরছিলো ভালোবাসা।
অভিমান-অনুযোগ ভুলে নীলাভ পদ্ম ছুটে চলে ঈশ্বরের পানে, আজ ঈশ্বরের সীমাহীন ব্যস্ততা।
নীলাভ পদ্ম ক্ষত-হৃৎপিণ্ডের খাঁজে থমকে থাকে,
ঈশ্বর অনুমতি, অপেক্ষা, উপেক্ষা প্রতিক্ষার…
* অ-কবিতা
৩০টি মন্তব্য
সঞ্জয় মালাকার
ঈশ্বর অনুমতি, অপেক্ষা,উপেক্ষা প্রতিক্ষার ….
চমৎকার লিখেছেন-ভালো লাগলো।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ সঞ্জয় দাদা।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
আজকাল কম লিখছেন,
এমন লিখে কম লেখা পুষিয়ে দিচ্ছেন।
চমৎকার অ-কবিতা।
সাবিনা ইয়াসমিন
আপনাদের অনুপ্রেরণাতেই লিখি, তাইতো অ–কবিতা লিখেও অ–কবি হতে পারছি।
ভালো থাকবেন। শুভ কামনা 🌹🌹
নিতাই বাবু
মনেরমত তো সবকিছু মেলে না দিদি। আর চাইলেই সবকিছু পাওয়াও যায় না বলে মনে হয়। তাই আর এই ক্ষত মনটাকে নিয়ে মনের হাটে যাই না। নীরবেই থাকি! তো, কেমন আছেন?
সাবিনা ইয়াসমিন
চাইলেই যদি সব পাওয়া যেতো তাহলে চাওয়া-পাওয়া নামের কোনো শব্দের জন্ম হতো না দাদা। যা নেই তাই চাইতে হয়, যা পাওয়া হয় তাকে গড়তে হয়। ক্ষত মন বা খুতখুতে মন, ওটা নিজ উদ্যোগেই সারিয়ে নিতে হয়।
ভালো আছি দাদা। আপনিও ভালো থাকবেন। শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
তাইতো ভাংচোরা নিব কেন??? প্রেম দিতে পারবে! হইতো না। কিন্তু ফেরতে বিক্রেতায় বা আবার কেন যেচে উলটো কেন নেবে??
ভালই। বলেছেন ।
সাবিনা ইয়াসমিন
বিক্রেতার মনোভাব বোঝা কঠিন। বিস্তর দাম নিলো অথচ জিনিস দিলো ভাঙা। বিনামুল্যেও ফেরত নিতে রাজি হয়নি। ভাঙা জিনিস একবার বেঁচতে পারলে কেইবা ফেরত নেয় !!
শুভ কামনা ভাইজান 🌹🌹
মনির হোসেন মমি
কালের চঞ্চলতায় হৃদয়ে ফোঁটা পদ্ম ক্ষুব্ধ নয়নে প্রশ্ন রাখে, আর কত ?
কেমনে লেখেন এতো সু্ন্দর বাক্য।মুগ্ধ হয়ে গেলাম। ভাল থাকবেন।
সাবিনা ইয়াসমিন
কিভাবে যে লিখলাম এটা নিজেই বুঝি না। অ–কবিতা এমনই হয়। হঠাৎ শব্দগুলো এলোমেলো হয়ে চলে আসে। যেগুলো ধরে ফেলি, আটকে ফেলি।
মমিভাই, অনেক অনেক শুভ কামনা 🌹🌹
তৌহিদ
অ কবিতাও এত সুন্দর করে লেখা যায়! আপনার লেখায় প্রতিটি বাক্যের শব্দচয়ন অসম্ভব সুন্দর। এজন্য পড়ে খুব আনন্দ পাই আপু।
সাবিনা ইয়াসমিন
এই ছোট ছোট অনুপ্রেরণা গুলোই কিছু লিখতে সহায়তা করে। যখনই মনে কি লিখবো? কিভাবে লিখবো? তখনই মনে হয় যাই লিখি আমার আপনজনদের ভালো লাগবে।
ভালো থাকুন তৌহিদ ভাই। 🌹🌹
তৌহিদ
লিখুন আপু, এভাবেই আমাদের সুন্দর সুন্দর লেখা উপহার দিন।
শুভেচ্ছা জানবেন।
ছাইরাছ হেলাল
এত্ত কঠিন লাগে ক্যা!!
আরও পড়া লাগবে।
সাবিনা ইয়াসমিন
এটা কি সত্যি শুনলাম না ভুল পড়লাম !! অ–কবিতা কঠিন হয় নাকি !!
ছাইরাছ হেলাল
অনেকদিন পর একটি লেখা পড়লাম
সেটির তুল্য মন্তব্য করতে সত্যি অপারগ।
রোজ রোজ লিখলে পাঠক একটু পড়তে পারে।
বিধাতা আজ সত্যি ব্যস্ত
ভক্তের আর্তি-আগ্রহ আতিশয্য ভেবে,
রক্তঝরা হৃৎপিণ্ড বুকে চেপে অপেক্ষা-প্রহর গোনে
একাকীত্বের নিঝুম দ্বীপে;
ভালোবাসা আজ বিরলপ্রজ এই ধরাধামে;
সাবিনা ইয়াসমিন
তিন ঘরের এক ছোট্ট বাসা
দক্ষিনা জানালায় খোলা হাওয়া,
পূবের জানালাটায় নীল পর্দা টানা,
আর উত্তরের বারান্দায় দাঁড়িয়ে অক্লান্ত চোখে
তাকিয়ে থাকা পশ্চিম দিগন্তে।
ভালো একটা বাসায় থেকে ভালোবাসা খোঁজে
রক্তাক্ত হৃৎ–স্পন্দন।
বিধাতার ব্যস্ততম দিন পেড়িয়ে সন্ধ্যা নামে,
উপেক্ষিত ভালোবাসা অপেক্ষায় থাকে রাত্রী অবসানের….
আসিফ ইকবাল
সাবিনা, অনবদ্য। এটি কবিতা হতে হতে অকবিতা হয়ে গেছে- বোধকরি লেখিকার-ই খামখেয়ালিতে। পদগুলো একটু ভেঙ্গে লিখলে-ই হয়তো কবিতার এক রক্তাভ তনু দাঁড়িয়ে যেত-
কালের চঞ্চলতায় হৃদয়ে ফোঁটা পদ্ম ক্ষুব্ধ নয়নে প্রশ্ন রাখে, আর কত?
শুচিতা–নির্মলতা কুয়াশার আড়ালে ঢেকে অনুমোদনের অপেক্ষায় প্রহর গোনে,
চিরকালের চেনা রঙের পদ্ম নীলাভ বিষ–
আচ্ছাদনে জেগে উঠছে মৃতের মতন,
শ্যাওলার ঘাট এখনো বহুদূর..
একটি হৃৎপিণ্ড নেবার আকাঙ্ক্ষায় গিয়েছিলো মন-হাটে,
অনেক যাচাই-বাছাই করে দাম চুকিয়ে হাতে নিতেই
জ্বলজ্বল হয়ে দেখা দিলো ক্ষত!
ফিরত নিতে অস্বীকৃত দিলো বিক্রেতা;
নিখুঁত হওয়ার প্রত্যাশায় তাকিয়ে থাকা
হৃৎপিণ্ডের বুক থেকে ঝরছিলো ভালোবাসা।
অভিমান-অনুযোগ ভুলে নীলাভ পদ্ম
ছুটে চলে ঈশ্বরের পানে,
আজ ঈশ্বরের সীমাহীন ব্যস্ততা।
নীলাভ পদ্ম ক্ষত-হৃৎপিণ্ডের খাঁজে থমকে থাকে,
ঈশ্বর অনুমতি, অপেক্ষা, উপেক্ষা প্রতিক্ষার…
সাবিনা ইয়াসমিন
খাম খেয়ালিতেই অ–কবিতা লেখা যায়। আমি অ–কবি এটা মনে রাখতে হবে বৈকি ;
কালের চঞ্চলতায় পথভোলা কবি
জানেনা কি লিখবে শুন্য পাতায়,
বর্ণ গুলো হিজিবিজি ঢেউ তুলে
মিলিয়ে যায় সুদূরপ্রসারী মগ্নতায়…
এই বেশ নয়কি ! সবটুকু পড়ে থাক ছন্দ–হারা এক অ-কবিতায় ;
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
আসিফ ইকবাল
সাবিনা, ধন্যবাদ। নাহ, আমি চাই সকল কাঁটা ধন্য করে ফুটে উঠুক বসরাই গোলাপ।
🙂
শুভকামনা।
নাজমুল হুদা
বিক্রেতারা পাষণ্ড ক্ষত বিক্ষত করে বিক্রি করে ,ফেরত নেয় না।
সুন্দর অনুভূতিতে অনুমতি
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ ভাই। মন্তব্য দিয়ে আমার লেখাটি সুন্দর করে দিলেন।
ভালো থাকুন সব সারাক্ষন। শুভ কামনা 🌹🌹
মাছুম হাবিবী
খুব সুন্দর একটি কবিতা আপু। বেশ ভালো লিখেছেন। বেঁচে থাকার ডাকবাক্সে ঈশ্বর এক মহাকাব্য এটা মানতেই হবে।
এরকম সুন্দর কবিতার অপেক্ষায় রইলাম।।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মাছুম। বেঁচে থাকার ডাকবাক্সে ঈশ্বর এক মহা কাব্য,,, সত্যি বলেছেন। আমরা সেই ডাকবাক্সের আশেপাশে ঘুরতে থাকি নিয়ম করে নিয়মিত। ঐ মহাকাব্যের অর্থভেদ করতে করতেই এক সময় হারিয়ে যাই।
আমি কবিতা লিখতে পারিনা ভাই। যা কিছু লিখি তাকে অ-কবিতায় রাখি। চেষ্টা করবো আরও লিখতে।
অনেক অনেক ভালো থাকুন আর লিখুন। শুভ কামনা অবিরত 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
চমৎকার দিদি,
নিপুণভাবে লেখনী।
সাবিনা ইয়াসমিন
ভালো থেকো ভাই, আর নিয়মিত লিখো। শুভ কামনা সব সময় 🌹🌹
টমাস পড়শি
http://www.tomasporoshi.blogspot.com
সাবিনা ইয়াসমিন
আপনি মন্তব্যে একটি সাইটের লিংক দিয়েছেন। সম্ভবত এটি আপনার ব্যক্তিগত সাইট। আপনি কি এখানে আপনার সাইটের এ্যাড দিলেন !?
রেহানা বীথি
অপূর্ব
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ❤❤