অনুভূতি ( ম্যাগাজিন)

রাফি আরাফাত ১২ মে ২০১৯, রবিবার, ০২:৩৭:২১পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য

সব রহস্যের মায়াজাল খুলে যাবে একদিন
খুজবে তুমি আমাকে অস্থির হয়ে চারদিকে
পাবেনা সেদিন আমাকে,হয়তো থাকবোনা
নয়তো ধরা দিতে চাবো না।

দূর থেকে দেখবো তোমাকে
কল্পনা করবো অনেক কিছু
কল্পনায় কোন বাধা নেই,নেই কোন সীমা
বলবো ভালো থেকো,কিন্তু তুমি শুনতে পাবেনা।

অনেক চেষ্টা করেও যখন পাবেনা আমায়
অভিমান নিয়ে বসে থাকবা
ভাববা আমি এতো পাষান কিভাবে হলাম
কিন্তু তারপরও এক কোনায় ভালোবাসা উঁকি দিবে।

হয়তো সেদিন আমি তোমার পাশে নেই
আমার অস্তিত্ব আজ বিলুপ্ত
কিন্তু ভালবাসাগুলো আজও ভেজা
ভালবাসি ভালবাসি গন্ধযুক্ত।

ভালবাসি গন্ধটা আমার খুব প্রিয়
তোমার কাছে সেটা খুব মানায়
আগলে রেখো এটা
যেন আমি দূর থেকে অনুভব করতে পারি।

আমার কল্পনায় শুধু তুমি
কিন্তু কল্পনা অনেক নিরস
আমি ইচ্ছে করলেও তোমাকে ছুতে পারিনা
কিন্তু কল্পনায় ভালবাসাগুলো পবিত্র।

ভালো থাকো তুমি,তবে কাছে এসোনা
নয়তো ফিরে আসতে পারবো না আমি
তুমিহীন ফিরে আসা সম্ভব না
দম বন্ধ হয়ে যাবে আমার।

১জন ১জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ