সব রহস্যের মায়াজাল খুলে যাবে একদিন
খুজবে তুমি আমাকে অস্থির হয়ে চারদিকে
পাবেনা সেদিন আমাকে,হয়তো থাকবোনা
নয়তো ধরা দিতে চাবো না।
দূর থেকে দেখবো তোমাকে
কল্পনা করবো অনেক কিছু
কল্পনায় কোন বাধা নেই,নেই কোন সীমা
বলবো ভালো থেকো,কিন্তু তুমি শুনতে পাবেনা।
অনেক চেষ্টা করেও যখন পাবেনা আমায়
অভিমান নিয়ে বসে থাকবা
ভাববা আমি এতো পাষান কিভাবে হলাম
কিন্তু তারপরও এক কোনায় ভালোবাসা উঁকি দিবে।
হয়তো সেদিন আমি তোমার পাশে নেই
আমার অস্তিত্ব আজ বিলুপ্ত
কিন্তু ভালবাসাগুলো আজও ভেজা
ভালবাসি ভালবাসি গন্ধযুক্ত।
ভালবাসি গন্ধটা আমার খুব প্রিয়
তোমার কাছে সেটা খুব মানায়
আগলে রেখো এটা
যেন আমি দূর থেকে অনুভব করতে পারি।
আমার কল্পনায় শুধু তুমি
কিন্তু কল্পনা অনেক নিরস
আমি ইচ্ছে করলেও তোমাকে ছুতে পারিনা
কিন্তু কল্পনায় ভালবাসাগুলো পবিত্র।
ভালো থাকো তুমি,তবে কাছে এসোনা
নয়তো ফিরে আসতে পারবো না আমি
তুমিহীন ফিরে আসা সম্ভব না
দম বন্ধ হয়ে যাবে আমার।
১৯টি মন্তব্য
মোঃ বোরহান উল ইসলাম
শেষের চার লাইন।
শুভকামনা রইল।
রাফি আরাফাত
অনেক ধন্যবাদ, আমার ভালো লাগার একজন কবি আপনি!
মোঃ বোরহান উল ইসলাম
আগামী এক বছরের অনুপ্রেরণা পেলাম!
রাফি আরাফাত
ভালো কিছুর অপেক্ষায় রইলাম!
ছাইরাছ হেলাল
আপনি কবি!!
এখানে এই প্রথম পড়লাম আপনাকে।
পড়ুন, পড়ুন, পড়ুন এবং লিখুন।
রাফি আরাফাত
অনেক অনেক অনেক ধন্যবাদ
নীরা সাদীয়া
অভিমানগুলো বোধহয় এমনই হয়।
আরো অনেক পড়ুন, লিখুন, এগিয়ে যান।
রাফি আরাফাত
ধন্যবাদ
আরজু মুক্তা
ডেই তুমিকে বলছি, ফিরে আসেন।জীবন সুন্দর হোক!
রাফি আরাফাত
দেখি কি হয়! ধন্যবাদ
আরজু মুক্তা
সেই
আবু খায়ের আনিছ
পড়ুন, পড়ুন, পড়ুন, লিখুন।
তৌহিদ
এত অভিমান!! ভালোবাসায় বুঝি অভিমানই অলংকার।
রাফি আরাফাত
হয়তো ভাই
জিসান শা ইকরাম
কবিতা লেখা খুবই কঠিন আসলে।
আরো চর্চা করতে হবে,
তবে ভালোই হয়েছে।
রাফি আরাফাত
ধন্যবাদ।
শামীম চৌধুরী
আমার কল্পনায় শুধু তুমি
কিন্তু কল্পনা অনেক নিরস
আমি ইচ্ছে করলেও তোমাকে ছুতে পারিনা
কিন্তু কল্পনায় ভালবাসাগুলো পবিত্র।
আর কত ভালোবাসাকে কল্পনায় রাখবেন। এবার বাস্তবায়ন করুন। লেখাটা ভালো লেগেছে।
রাফি আরাফাত
না ভাই। কল্পনাই ভালো। এখানে কোন চাহিদা নেই। হিহি
মনির হোসেন মমি
কবিতাটি সহজ সরল ভাষায়।ভাল লাগল।