অনুগল্পঃ “আকাশের ভালোবাসা”

রাসেল হাসান ২৯ জুন ২০১৫, সোমবার, ০৩:১২:৪০পূর্বাহ্ন গল্প ১৮ মন্তব্য

এই, কি হলো কি ভাবছো? উদাসীন হয়ে বসে আছো কেন?
এতো সুন্দরী একটা মেয়ে তোমার পাশে বসে আছে, সেদিকে তো বিন্দু মাত্র নজর দেখছিনা তোমার!
এই আকাশ, এই!
এতগুলো কথা বললাম অন্তত একটা উত্তর তো দিতে পারতে?
আশ্চর্য! আমি কিন্তু চলে যাবো, এই গেলাম কিন্তু!

-তুমি এতো কথা বলো কেন? বাঁচাল মেয়ে!
আমি তো শুনেছি নাকি?
ওই দেখো আবারো রাগ করে বসলো!
আরে, আমি তো তোমাকে কোন কষ্ট দিতে চাইনি!
ধুর, এভাবে কেদঁনা তো, আশেপাশের লোকজন দেখছে! আচ্ছা, সরি বাবা! আর হবেনা। কাছে এসো।

-তুমি এমনটা সব সময় করো আকাশ!
এটা নতুন কিছুনা। তুমি কখনোই আমার ফিলিংসটা বোঝার চেষ্টা করোনা!
এসব আমার একটুও ভাল লাগেনা। যেদিন থাকবোনা বুঝবে সেদিন!
ও, সরি..সরি..আমি না থাকলে তো তোমার ভালোই হবে, এত বকবক করা মেয়েটির থেকে তো রেহাই পাবা!
তখন নিজের মতো কোন মেয়েকে খুজে নিও, যে তোমার মনের মতো হয়!

-এই থামবে তুমি, কি বলছো যা তা! তুমি কোথায় যাবে? তোমাকে বোঝাতে পারবোনা “আদ্রিতা” কতটুকু ভালোবাসি তোমাকে আমি!
আমি এরকমই, ভালোবাসাটা ‪বোঝাতে‬ পারিনা সহজে!

-কি করছো? ছাড়ো, পার্কের সবাই দেখছে!
এতো ভালবাসা দেখানোর দরকার নাই!

-নাহ, ছাড়বো না! আগে এই বুকে কান পেতে ভালো করে শোনো, আমার হার্ট কি বলতে চাইছে!

-তোমার হার্ট বলছে তুমি একটা ‪পাগল‬!

-তাই? তাহলে পাগলের পাগলামী দেখো!

-এই, ছাড়ো বলছি! দুষ্টামি করোনা..প্লিজ আকাশ, ছেড়ে দাও। দেখো মানুষজন হাঁসছে!

-হাসতে দাও, দুনিয়া জানুক এই পাগলটা কতটুকু ভালবাসতে জানে তার পাগলীকে!

৮৪৮জন ৮৪৮জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ