অধরা সুখ//

বন্যা লিপি ২৬ আগস্ট ২০১৯, সোমবার, ১০:১৮:৩২অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

অধরা সুখ//

কোনো একদিন বলেছিলাম–
অনির্বাচনীয় সুখগুলো পোড়ায়।
অতল গহনে নির্বাচিত সুখের
কলেবর বড্ড নির্বাচিত।

একদিন হঠাৎ ঝাঁপিয়ে
বৃষ্টিতে ভেজে খর তপ্ত দুপুর!
ভেজে দেয়ালের শ্যাওলা ধরা
কার্নিশ!

তারপর?
একঝাঁক মাছরাঙা পাখি
ডানা ঝাঁপটায়
হিমালয় গলে গলে
নেমে আসে শুকনো চৌচির জমিনে।
ঝরনা বইতে থাকে আকুল প্রণয়ে। অনির্বাচনীয় সুখের গল্প
থাকুক নাহয় সুখের ঘরে!

থাকুক না হয় কিছু গল্পের
সুরেলা বাজনা অতল গহনে।

৭৫৫জন ৫৯৭জন

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ