পৃথিবী হচ্ছে একটা বিশেষ নাট্যমঞ্চ
এখানে বেঁচে থাকতে হলে
প্রতিনিয়ত আপনাকে
অভিনয় করে বাঁচতে হবে !
এখানে কেউ কেউ অভিনয় করে
অন্যকে ঠকানোর জন্য
আবার কেউবা অভিনয় করে
নিজেকে ঠকানোর জন্য !
৩৩৮জন ৩৩৯জন
৫টি মন্তব্য
মৌনতা রিতু
সত্যি বড় বেশী উতলা আমরা। স্থিরতা নেই। তবুও বেঁচে থাকা এই আর কি ! এরই মাঝেই সুখ এরই মাঝে দুঃখ।
৫টি মন্তব্য
মৌনতা রিতু
সত্যি বড় বেশী উতলা আমরা। স্থিরতা নেই। তবুও বেঁচে থাকা এই আর কি ! এরই মাঝেই সুখ এরই মাঝে দুঃখ।
ইনজা
অদ্ভুত আসলেই অদ্ভুত আমরা।
আবু খায়ের আনিছ
বড়ই অদ্ভুত জীব মানুষ।
খসড়া
ভাল লাগল।
নীলাঞ্জনা নীলা
শুধু কি অদ্ভূত! মানুষই একমাত্র হিপোক্রেট প্রাণী।