কতটা ঘুমের ট্যাবলেট খেলে আর জাগবো না আর আমি
অথবা কতগুলো ইয়াবা খেলে টানা দশ দিন দশ রাত জেগে থাকা যাবে?
শুনেছি দশ দিন না ঘুমালে মানুষ মারা যায়
আমি হিসাব করে যাচ্ছি ঠিকই ,
ইয়াবা কিংবা মাইলামের পরিমাণ মেলাত পারিনি।
ভারীবর্ষণ যখন হয় তখন আকাশ পানে তাকাই
কামনা করি একটা ঠাডা পড়ুক আমার দেহে ,
আমি শক্ত হয়ে দাড়িয়ে থাকবোঁ
অঙ্গার হবে দেহ।
শুধু প্রাণ পাখি থাকবেনা আর।
ঝড়ো বাতাসে গ্রামের মেঠোপথে হাটি
যদি কোনো উড়ন্ত টিন আমায় দু ভাগ করে দেয়
কিংবা কোনো গাছ ভেঙ্গে পড়ে মাথায়
নাহ অদম্য একটা ইচ্ছাও পূর্ণ হলনা।
যেমন হলনা তোকে কাছে পাওয়া
১৬টি মন্তব্য
স্মৃতির নদীগুলো এলোমেলো...
সুন্দর হইছে। ছিমছাম। আমি কিছু ইয়াবা চাই। এটা কোনদিন খাইনাই…
হৃদয়ের স্পন্দন
আমিও খাইনাই, খাওয়ার ইচ্ছা ও নাই তবু কিছু চাই 😀
নওশিন মিশু
কতটা ঘুমের ট্যাবলেট খেলে আর জাগবো না আমি ….???
হৃদয়ের স্পন্দন
আমিও জানিনা, হিসাব করে পাইনি। আপু একটু কষ্ট করে জানাবেন? যদি হিসেবে মেলে আর কি
নওশিন মিশু
অবশ্যই ১০১-টা, এর কম হলে চলবে…না :p
নুসরাত মৌরিন
কেন ভাইয়া,একটা জীবন জীবনের মতই কাটুক না…।
জীবন যেমনই হোক তা সুন্দরতম। 🙂
খসড়া
যা আছে থাকনা
করিনা ভাবনা
যায় যদি দিন এমনি করেই যাক না।
বৃষ্টিহত ফাহিম
উরি বাবা! কবিতার ভাষা এত সাংঘাতিক কেন?
প্রহেলিকা
কবি ভাই শান্ত হোন, এমনে রাগলে কেমনে হবে?
শান্তনু শান্ত
টানা কতদিন/কয়টা ইয়াবা খেলে ১০দিনের অধিক বেঁচে থাকা যায়? ;?
হৃদয়ের স্পন্দন
মিশু আপু যদি সত্যি মরে যাই?. 🙁
হৃদয়ের স্পন্দন
মৌরিন আপু লেখার জন্য লিখেছি আর কিছুনা। অখাদ্য গেলার জন্য ধন্যবাদ
হৃদয়ের স্পন্দন
খসড়া ভাইয়া আপনার মন্তব্য আমার খেরোখাতা তে জমা রাখলাম
হৃদয়ের স্পন্দন
ফাহিম সাংঘাতিক ঠিক আছে ভাগ্যিস সাংঘর্ষিক না
হৃদয়ের স্পন্দন
রাগিনি প্রিয় ভাইয়া প্রহেলিকা
হৃদয়ের স্পন্দন
শান্ত ভাই ভাবতে থাকুন