অত্যাবর্শী মৃত্যু

মনির হোসেন মমি ২৯ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার, ০৫:০৮:৪০অপরাহ্ন কবিতা, বিবিধ ৪ মন্তব্য

feb69748-0ec7-40a3-97b0-5de77beb618dচার দিকে মৃত্যুর নিশানা
জীবন যে একটাই
যা ফিরে আর আসেনা
তা কি কেহ ভাবে না

বজ্রপাতে মৃত্যু
মৃত্যু বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে
উন্নত রাষ্ট্রের
সমরাস্ত্রের বানিজ্যে
মৃত্যু দেশে দেশে

কেহ মরে প্রেমিকার তরে
কেহ আবার অন্নাভাবে
কেহ মারে সম্পত্তির লোভে
কেহ মরে স্ব-ইচ্ছায় অকালে

চার দিকে মৃত্যুর নিশানা
যুদ্ধ বিধ্বংস অভিবাসি ভাসছে সমুদ্রে
মৃত্যুর দিকে ধাপিত মানব অঙ্কুর
বিশ্ব বিবেক তবুও নড়ছে না।

অন্ন দাও বস্ত্র দাও
আমাদের মৌলিক অধিকার
আমাদের ফিরিয়ে দাও
ভিক্ষে নয়,
অধিকার চাইতে এসে রাষ্ট্রীয় সন্ত্রাসে,
জ্বলছে আগুন পুড়ছে মানব জন
তবুও ভাবছে না কেউ
এ জীবন ফিরে আসবে না আর কখনো।

চার দিকে মৃত্যুর নিশানা
নেই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি,
প্রাসাদ কিংবা রাতের রাজ পথে যাদের
নিদ্রার ঠিকানা,
মৃত্যু কারো নয় আপণ
কাউকে সে ছাড়বে না।

 চার দিকে মৃত্যুর নিশানা
যে শিশুটি জন্মিয়ে দেখেনি পৃথিবী
সেও পায়নি রক্ষা,
মৃত্যুকে সে পারেনি করিতে উপেক্ষা
চিকিৎসক তার উছিলা।

চার দিকে মৃত্যুর নিশানা
ক্ষণস্থায়ী মানব জীবন কাহার লাগিয়া
করিলে জীবের তরে এ জীবন দান
পৃথিবীর জমিনে,
স্বর্ণাক্ষরে থাকবে স্বরণ তোমার নাম।

৪৮৪জন ৪৮৪জন

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেইসবুকে সোনেলা ব্লগ