দুর্মর শিলা খন্ডে মন্ডিত, রঞ্জিত মোর রক্তে,
আজ সুসজ্জিত তোমার এই রাজ আট্টালিকা
আঁজল ভরিয়া জল পানিবার চাহিয়াছিলাম
অবিশ্বাস এর তীব্র উত্তাপে শুকাইয়া গেল সব,
আমি রহিয়া গেলাম
অতৃপ্ত………
মুক্ত আত্মা খেচর হইয়াছিল রক্তিম গগনে
উড়িয়াছিল বিষমুক্তির উল্লাসে,
পরমেশ্বর ডানা চাপিয়া ধরিলেন……
পুনরায় নিক্ষিপ্ত হইলাম এই ধরন্নামে (ধরণি+জাহান্নাম)
মোর আত্মা রহিয়া গেল
অতৃপ্ত, অপরিশুদ্ধ।
পদতলে বিশাল মরু
উত্তাপের রুদ্র প্রতাপ,
পদচিহ্ন রাখিবার চাহিয়াছিলাম তথায়
উহার অগ্রে হইলাম ধূম্র কুন্ডলি
মোর ছাই হইল তোর রাজটীকা
অতঃপর আমি রহিলাম
অতৃপ্ত…………
গাহিবার চাহিয়াছিলাম গান
গলা চিরিয়া কান্না আসিয়া হইল অম্লান
বহু অশ্রু বিসরজিয়াছি আপনি
এই বন্ধুর, কান্তার রাজপথে,
হে পরমেশ্বর ইচ্ছা মোর
কারারুদ্ধ হোক জীবন
নতুবা প্রেম হোক উম্মুক্ত
দরুন আমি আজও
অতৃপ্ত…………
৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম।
সাধু ভাষার কবিতা ভালোই লাগলো।
ছাইরাছ হেলাল
অভিনন্দন আপনাকে।
পড়ুন আমাদের, ও লিখুন, নিয়মিত।
তানজির খান
ভাল লেগেছে। সোনেলায় স্বাগতম।
মাসুদ আলম
আজ উৎসাহের বড় অভাব দুনিয়ায়। তার মাঝে পাওয়া এই কথাগুলো মনে রাখব। ধন্যবাদ সবাইকে।
হিলিয়াম এইচ ই
সোনেলা পরিবারে স্বাগতম
খেয়ালী মেয়ে
সোনেলায় স্বাগতম……
শুন্য শুন্যালয়
সুন্দর কবিতা।
স্বাগতম আপনাকে সোনেলা পরিবারে। -{@
মাসুদ আলম
ধন্যবাদ।
শুন্য শুন্যালয়।