বুক মাঝে সুখ প্রশান্তি নিহিত সর্ব্জনে
ক্লান্ত পথিক ক্লান্ত প্রেমিক খুজে শান্তি বুকেতে,
কর্মশেষে বাড়ি ফিরে কর্তাখোজে প্রশান্তি ঐখানেতে,
উম ওহ উহ শান্তি জড়িয়ে এই বুকেতে।
পিপাসার্ত শীর্ন ঠোট ঊকি দেয় অত্রিপ্ত জ্বলনে
অভাগা চাতক অভুক্ষ ভক্ষনের আশায় থামে
অলিক ক্ষুধার্ত তৃস্না মেটানোর আপ্রান ভক্ষনে
ক্ষুধার্তপ্রেমিক রসালো ঠোটে রসহীনতায় থামে।
অশান্তবুকে প্রশান্তি খোজে একান্তমনে
মিলন্ত দু’জনার মধুত্তকালে।
ছবি নেট থেকে সংগ্রিহিত।
৩৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
দিন শেষ আমরা একান্ত আপন জনের কাছেই আশ্রয় খুঁজে নেই।
মোঃ মজিবর রহমান
ঠিক বলেছেন ভাইয়া।
রেজওয়ানা কবির
ভালো লাগলো
মোঃ মজিবর রহমান
পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
সুপায়ন বড়ুয়া
“অশান্তবুকে প্রশান্তি খোজে একান্তমনে
মিলন্ত দু’জনার মধুত্তকালে। “
অতৃপ্ত চাতক পিপাসা মেটাবে পানি পান করে
এখন তো দেখি প্রশান্তি খোঁজে মিলন খালে।
সুন্দরতো। শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
আপনার মতো গুণিজনের শুভেচ্ছা পাওয়া ভাগ্যের ব্যাপার। দাদা ভাল থাকুন
খাদিজাতুল কুবরা
“অভাগা চাতক অভুক্ষ ভক্ষনের আশায় থামে
অলিক ক্ষুধার্ত তৃস্না মেটানোর আপ্রান ভক্ষনে
ক্ষুধার্তপ্রেমিক রসালো ঠোটে রসহীনতায় থামে”
মানব জীবন বড় বিচিত্র।
দুর্লভের লোভে প্রকৃত প্রাপ্তি থেকে বঞ্চিত হই।
এটাই জীবন।
মোঃ মজিবর রহমান
দারুন তো
দুর্লভের লোভে প্রকৃত প্রাপ্তি থেকে বঞ্চিত হই।
ভাল লাগা রইল
নিতাই বাবু
সারাদিন যেখানে যা-ই করি, দিন শেষে পাখির মতো নিজ গৃহে ফিরে যাই আমরা সকলে। অনেকদিন পর আমার শ্রদ্ধেয় মজিবর দাদার লেখা একটা কবিতা পড়ে নিজের মনটা হালকা করে নিলাম।
ভালো থাকবেন দাদা।
মোঃ মজিবর রহমান
এক দন্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন, নীড় খুজে যে পাখি খুজে নেই প্রশান্তি
নিতাই বাবু
ঠিক বলেছেন দাদা।
মোঃ মজিবর রহমান
ভাল থাকুন দাদা। ❤🇧🇩
সুপর্ণা ফাল্গুনী
অনেক দিন পর আপনার লেখা পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। সারাদিনের কর্মব্যস্ত দিন শেষে সবাই নীড়ে ফিরে প্রশান্তির পরশ পেতে, অতৃপ্ত আত্না সুখ খুঁজে বেড়ায়। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
মোঃ মজিবর রহমান
ঠিক তাই দিদিভাই, সারাদিনের কষ্ট, কর্ম্ব্যাস্ততা, ক্লান্ত দুর করতেই তৃপ্তির ঠেকুর তুলি ঘরণির ঘরে।
ভালথাকুন। সুস্থ থাকুন
ইঞ্জা
পিপাসার্ত শীর্ন ঠোট ঊকি দেয় অত্রিপ্ত জ্বলনে
অভাগা চাতক অভুক্ষ ভক্ষনের আশায় থামে
অলিক ক্ষুধার্ত তৃস্না মেটানোর আপ্রান ভক্ষনে
ক্ষুধার্তপ্রেমিক রসালো ঠোটে রসহীনতায় থামে।
বিমোহিত হলাম ভাই, সত্যি অসাধারণ লিখলেন।
মোঃ মজিবর রহমান
আপনাকে অশেষ ধন্যিবাদ ভাইজান। ভাল থাকুন।
ইঞ্জা
শুভেচ্ছা ভাই
মোঃ মজিবর রহমান
আল্লাহ সবাইকে ভাল ও সুস্থ রাখুন।
ফয়জুল মহী
অসাধারণ । ভালো লাগলো।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ পড়ার জন্য ভাইসাব
সাবিনা ইয়াসমিন
কবিতা লিখেছেন তাহলে!! আগে অবাক হয়ে নিই, তারপর কবিতায় কমেন্ট লিখবো 😇😇
মোঃ মজিবর রহমান
কেনরে বোন! অবাক করার কিছুই নেয়।
আপনার আগনমই কিছু পাওয়া।
আবার দেখা হবে।
আলমগীর সরকার লিটন
অসাধারণ কাব্যপাঠে কি জানি ভাবনায় ছুঁয়ে গেল কবি দা
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ লিটন ভাই। খুশি হলাম আপন মনে।
আরজু মুক্তা
লোভ সামলিয়ে, নতুন ভালোবাসা খুঁজি।
ভালো লাগল কবিতা
মোঃ মজিবর রহমান
ভাললাগার জন্য ধন্যবাদ আপনাকে।
তৌহিদ
উরেব্বাস! কি লিখলেন ভাইজান। তব্দা খেলাম কিন্তু! দিনশেষে আসলে আমাদের আপনজনদের কাছেই ফিরে যেতে হয়।
আপনার লেখা পড়ে মুগ্ধ হলাম মজিবর ভাই। শুভকামনা সবসময়।
মোঃ মজিবর রহমান
তৌহিদ ভাই লিখার শখ তাই লিখি কি হল জানিনা।
আপনাকে অনেক ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
দিন শেষে আপনজনই বেশি আপন হয়ে ধরা দেয়। রস-কষ সব নিয়েই কাছাকাছি পাশাপাশি থেকে শুরু করে নতুন নতুন দিন। ভেবেছিলাম বড় একটা কমেন্ট দিবো, কিন্তু এতো পিচ্চি কবিতা পড়ে আর কি লিখবো বুঝতে পারছি না 🤔🤔
ফিচার ছবিতে দেখছি দুটোই পুরুষের ছবি!
মোঃ মজিবর রহমান
পথের প্রান্তে গন্তব্য দাড়িয়ে
প্রশান্তির টেকুরের আশায় শান্তি চেয়ে, ঠাই দাড়িয়ে….
মোঃ মজিবর রহমান
ও হ্যা আমি খুব পর্যবেক্ষন করে ছবিটি দর্শন করা হইনি। তাই বুঝিনিও।
ধন্যবাদ। এতো নিখুত দেখনা ভাই।
সাবিনা ইয়াসমিন
হাহাহা, আচ্ছা দেখবো না 🙈🙈
মোঃ মজিবর রহমান
হুম! ভালুই থাইকুন