অতৃপ্তচাতক

মোঃ মজিবর রহমান ৫ আগস্ট ২০২০, বুধবার, ০৪:১৭:০৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৩ মন্তব্য

বুক মাঝে সুখ প্রশান্তি নিহিত সর্ব্জনে
ক্লান্ত পথিক ক্লান্ত প্রেমিক খুজে শান্তি বুকেতে,
কর্মশেষে বাড়ি ফিরে কর্তাখোজে প্রশান্তি ঐখানেতে,
উম ওহ উহ শান্তি জড়িয়ে এই বুকেতে।

পিপাসার্ত শীর্ন ঠোট ঊকি দেয় অত্রিপ্ত জ্বলনে
অভাগা চাতক অভুক্ষ ভক্ষনের আশায় থামে
অলিক ক্ষুধার্ত তৃস্না মেটানোর আপ্রান ভক্ষনে
ক্ষুধার্তপ্রেমিক রসালো ঠোটে রসহীনতায় থামে।

অশান্তবুকে প্রশান্তি খোজে একান্তমনে
মিলন্ত দু’জনার মধুত্তকালে।

ছবি নেট থেকে সংগ্রিহিত।

৬৮৭জন ৫১৪জন
0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ