স্বাধীনতাত্তোর বাঙ্গালী আমরা
বলতে পারি না এখনও এ দেশ আমার আমাদের,
বলতে পারি না বঙ্গবন্ধু বঙ্গালী জাতির পিতা
নীরবে নিভৃতে কাদেঁ এখনও আমাদের গর্বিত মুক্তিযোদ্ধারা।
স্বাধীনতাত্তোর বাঙ্গালী আমরা
মা আমার করে কেনো অপেক্ষা বিয়াল্লিশটি বছরের,
আজও কেনো পারি না আমরা ঐক্যতায় মিলতে
হাতে হাত রেখে শপথ নিতে আমরাই এনেছি এ দেশের স্বাধীনতা।
স্বাধীনতাত্তোর বাঙ্গালী আমরা
কৃতজ্ঞতা স্বীকার করতে জানি,জানি প্রতিবেশীকে ভালবাসতে,
হিংসায় মরিনা আমরা দেই সহযোগিতার হাত বাড়িয়ে
আর কতকাল দিতে হবে প্রতিদান বলোনা ভারতবাসী।
স্বাধীনতাত্তোর বাঙ্গালী আমরা
ফেলানীকে কাটাঁ তারে ঝুলিয়ে এ দেশকে করেছ উলঙ্গ,
তিস্তার পানি বন্টনে করছ তালবেতাল,আমরা কিছু বলিনি
গুন্ডে সিনেমায় করলে আঘাত আমাদের ইতিহাসে।
স্বাধীনতাত্তোর বাঙ্গালী আমরা
হুসিয়ার যত আছে হায়নার দল,নব্য কিংবা ঘূণে ধরা,
ভেবেছ কি, কৃতজ্ঞতার সীমানা বাঙ্গালী ভাঙ্গবে আবার
দেখবে বিশ্ব ভারতবাসীর কূ-কৃর্তী আর বন্ধুর নগ্ন পরিচয়।
স্বাধীনতাত্তোর বাঙ্গালী আমরা
করিনি আপোস কারো সাথে দেশের সার্বভৌমত্ত্বের হুমকিতে
এবারও হবে তাই,ফিরিয়ে দাও আমাদের প্রকৃত স্বাধীনতার ইতিহাস
মনে রেখো বাঙ্গালী এখন সাড়ে সাত থেকে ষোল কোটিত।
স্বাধীনতাত্তোর বাঙ্গালী আমরা
ভূখে থাকি পাতিনা কারো কাছে হাত
সম্মানের অল্পতে খুশি অসম্মানে ঠ্যাং মারি
আমরাই বাঙ্গালী বাবু আমরাই হিন্দু মুসলিম খ্রিষ্টান জাতি।
স্বাধীনতাত্তোর বাঙ্গালী আমরা,
রক্তের বাংলা ভাষাকে দিয়েছি সম্মান আন্তজার্তিক ভাবে
বাংলা আমার মুখের ভাষা বাংলা আমার প্রানের ভাষা
হও হুশিয়ার শত্রু যত আগুয়ান নতুন প্রজম্ম অতন্দ্র প্রহরী।
১৯টি মন্তব্য
এই মেঘ এই রোদ্দুর
বিরাট কবিতা 🙂
মা মাটি দেশ
ধন্যবাদ -{@
এই মেঘ এই রোদ্দুর
কবিতা ভাল লাগল
মা মাটি দেশ
কষ্ট লাগেনি আপু -{@ (y)
ছাইরাছ হেলাল
তবুও আমি আশাবাদী ।
সকাল হবেই ।
মা মাটি দেশ
ভাইজান আশাই আমাদের একমাত্র ভরসা।
জিসান শা ইকরাম
বাঙ্গালী পরাজিত হতে জানেনা
হায়েনাদের বিষ দাঁত ভেঙ্গে ফেলবোই আমরা ।
ভালো লিখেছেন।
মা মাটি দেশ
ধন্যবাদ ভাইয়া।
নীহারিকা
আশা ছাড়িনি। স্বপ্ন দেখেই যাবো।
মা মাটি দেশ
ঠিক তাই -{@ (y)
লীলাবতী
………….. তবু ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি (y) (y) ভালো লিখেছেন।
মা মাটি দেশ
শুভে্ছা আপু -{@ (y)
শুন্য শুন্যালয়
লেখায় ধার আছে ভাইয়া ..ভালো লেগেছে বেশ ..
মা মাটি দেশ
ধন্যবাদ আপু আমরা এগিয়ে যেতে চাই -{@ (y)
আদিব আদ্নান
আমরা মাথা উঁচু করেই বাঁচব ।
মা মাটি দেশ
মরতে হলে বাঘের গর্জন দিয়ে মরব -{@ (y)
ব্লগার সজীব
বাঙ্গালীকে পরাভুত করা কঠিন । (y)
মা মাটি দেশ
অবশ্যই না আমরাই সেরা -{@ (y)
তৌহিদ
স্বাধীনতাত্তোর বাঙ্গালী আমরা
কৃতজ্ঞতা স্বীকার করতে জানি…
মনের কথা বলেছেন।