অণু কবিতা

সিকদার সাদ রহমান ১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ১২:১৮:০৭পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

 

এক রাশ ফুল হাতে
একদিন দু পায়ে হেটেছিলাম।
সময়ের অন্তরালে সে ফুল বাসি হয়ে যায়।
বৃথা শ্রমে পদযুগল
ও পথ থেকে মুখ ফিরিয়ে নেয়।
মন থেকে যায় সেই বালুচরে!

কথার পর কথা গুলো যেদিন হারিয়ে যাবে,
সেদিন খুঁজতে এসো নীল নদের দেশে।
প্রতিক্ষার অন্তর কাটবেনা জেনো,
কোন দাম্ভিক ফেলে আসা দুঃসময়।

১৬-০৭-২০১৭

৮৩৭জন ৭৫৮জন

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ