চাঁদের ঘোলাটে আলো’কে চুমু খায় মেঘের আস্তর;
যেনো আবেগী হাত বুলায়
আকাশের গায়।
হিম হিম সন্ধ্যে ওড়ায় কুয়াশার চাদর
আদুরে স্পর্শের সন্ধানে কতো কী যে বদল আনে প্রকৃতি!
আচ্ছা,
আমার মতো উষ্ণতায় মাখামাখি করে নিতে চায়, সেও কি?
সন্ধ্যের এই রহস্যময়ী রূপ চেয়ে চেয়ে দেখে নির্জনতার অপ্সরীকে
দিঘীর শান্তজলে শিহরণ জাগে,
রোমাঞ্চপ্রিয় এক অপরূপ সন্ধ্যে
তার চোখে আঁকে অঘ্রাণের কাজল।
হ্যামিল্টন, কানাডা
১৯ নভেম্বর, ২০১৮ ইং।
৩০টি মন্তব্য
মাহমুদ আল মেহেদী
মুগ্ধ কবিতায় নিমজ্জিত । ঘ্রান পেলাম হাল্কা শীতসন্ধার।
নীলাঞ্জনা নীলা
এখানে শীতের ঠাকুরদারও ঠাকুরদা চলে এসেছে।
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো খুব।
অনেক ভালো থাকুন।
ইঞ্জা
কাব্য এবং ছবি, দুটোতেই মুগ্ধতা।
নীলাঞ্জনা নীলা
হ্যান্ডপাম্প ভাইয়া আপনার এতো মায়া মাখানো মন্তব্যে প্রেরণা খুঁজে পাই আমি।
ভালো থাকুন।
♦নতুন লেখা কই???
ইঞ্জা
নতুন লেখা মাথায় তো আসেনা আপু। ;(
নীলাঞ্জনা নীলা
ভাইয়া কাকের ডিম, বগের ডিম চালু রাখুন। তাহলেই লেখা আসবে। আসতে বাধ্য।
ছাইরাছ হেলাল
বসন্ত আঁকা কাজল চোখে শিহরণ খেলে যাক
অপ্সরী জেগে উঠুক স্ব মহিমায়, আনন্দ খেলায়
দিনান্তের অঢেল সময় জূড়ে!!
চমৎকার বললাম কিন্তু
খুব-ই অল্প-অল্প লিখলেন!!
নীলাঞ্জনা নীলা
অপ্সরী ঘুমাতে জানেনা। জেগেই থাকে।
আপনি চমৎকার বলেন, লেখেনও।
শিখিয়ে তো আর দিচ্ছেন না, বেশি লিখবো কিভাবে বলুন?
ছাইরাছ হেলাল
আহারে কাচা মাছটি-ও ভেজে খেতে পার না!!
নীলাঞ্জনা নীলা
তেল ছাড়া খাবার খাই। ভাজাভুজির কথা ভুইল্যাই গেছি। ;(
জিসান শা ইকরাম
নিজের মত করে মেঘ জোছনাকেও নিয়ে ভাবো,
কেমন করে মিল খুঁজে পাও এসবে?!
নীলাঞ্জনা নীলা
আমার জানালা দিয়ে এভাবেই চাঁদের আলো ঘরে আসে। আমার বিছানা আলোয় ভরে যায়। ওই চাঁদ-ই তো লিখিয়ে নিলো আমায়।
অনেক ভালো থেকো নানা।
সাবিনা ইয়াসমিন
এতো সুন্দর জোছনা !!ছবিতে এতো অপরুপ ,বাস্তবে কেমন ছিলো !!!ভাবতেও পারি না ভয়ে।জোছনা রাতের চাঁদ আমায় পাগল করে দেয়।আমি স্থির হতে পারি না।মরে যেতে ইচ্ছে করে।একেই বলে ভয়ঙ্কর সুন্দর।
আপনার তারিফ করার শব্দ আমার দখলে নেই আপু।অনেক ভালো লাগা রাখলাম।ভালো থাকুন, শুভ কামনা।❤❤
নীলাঞ্জনা নীলা
আপনি অনেক সুন্দর করেই তারিফ করতে পারেন। বুঝেছেন সাবিনা আপু?
আমার বিছানার পাশেই জানালা। চাঁদের আলো পুরো বিছানায় ছড়িয়ে পড়ে। এই বাসাটা যেদিন ছাড়বো এই জানালাটাকে খুব মিস করবো।
ভালো থাকুন।
রিতু জাহান
নাহ! জ্যোৎস্নায় মাখামাখিতে তার একেবারে সময় নেই।
আমার আকাশে যে জ্যোৎস্না হাসে তার আকাশেও হেসে ওঠে। সে জানে তখন আমি আমার দক্ষিনের বারান্দায়। জ্যোৎস্না মাখছি। সে ফিরে হয়তো একবার দেখবে। দীর্ঘশ্বাস তার বুক থেকে নেমে যাবে কি যাবে না তা অস্পষ্ট।
শুধু আমার বুকে হা হা কার।
চমৎকার নীলাআপু। অনএএএএক সুন্দর।
নীলাঞ্জনা নীলা
শান্তসুন্দরী আপু আমার তোমার ভালোবাসা অনন্য। আমার খুব ইচ্ছে করে তোমার সাথে মুখোমুখি বসে অনেক গল্প করতে। এতো মায়া তোমার কথায়।
ভালোবাসা জেনো। ভালো থেকো। 🌹🌹❤❤
মায়াবতী
আপু কি চমৎকার করে প্রকৃতি কে দেখো তুমি! প্রকৃতি আর তোমার চেতনা যেন এক হয়ে যায় কবিতায় কবিতায়। মাশাল্লাহ মন ছুঁয়ে দিলে। -{@
নীলাঞ্জনা নীলা
মায়াবতী নামের কারো সাথে পরিচয় ছিলোনা। কেন ছিলোনা এখন বুঝতে পেরেছি। মায়ায় ভরা মায়াবতীকে এই সোনেলায় পাবো বলেই আগে কোনো মায়াবতীর সাথে পরিচয় হয়নি।
অনেক ভালো থাকুন। 🌹
মায়াবতী
😀 :p
নীলাঞ্জনা নীলা
😀😀
মায়াবতী
আপু কি চমৎকার করে প্রকৃতি কে দেখো তুমি! প্রকৃতি আর তোমার চেতনা যেন এক হয়ে যায় কবিতায় কবিতায়। মাশাল্লাহ মন ছুঁয়ে দিলে। -{@
নীলাঞ্জনা নীলা
দু’ বার মন্তব্য!
ভালো থাকুন প্রিয় মায়াবতী 🌹
মায়াবতী
আপু জানি না কি করে দুবার এক ই মন্তব্য চলে গেছে। -{@
নীলাঞ্জনা নীলা
ব্যাপার না! 🌺🌺
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
তার চোখে আঁকে অঘ্রাণের কাজল”
সব টুকু যেন এই লাইনটিতেই
জীবন সুন্দর
জীবন প্রেমময়
জয় হোক ভাললাগার -{@
নীলাঞ্জনা নীলা
মনির ভাই “ভালোবাসা ছাড়া আর আছে কি!”
অনেক ভালো থাকুন।
রিমি রুম্মান
তোমার লেখা সবসময়ই অন্যরকম ভাললাগায় ছুঁয়ে যায়। (3
নীলাঞ্জনা নীলা
রিমি আপু তোমার মন্তব্য আমাকে উৎসাহ যোগায়।
নিজেকে ভালো রেখো। 🌹
তৌহিদ ইসলাম
কি সুন্দর আবেগময় লেখা। আপনার লেখা আমার বরাবরই ভালো লাগে আপু।
নীলাঞ্জনা নীলা
জেনে খুশী হোলাম যে আমার লেখা আপনার ভালো লাগে। এভাবেই লেখাগুলোর পাশে থাকবেন।
ভালো থাকুন।