আমার অসমাপ্ত নিদ্রারা অপূর্ণতাটুকু রেখেই
ভোরের কাছে ঠেলে দেয়,
আড়মোড়া ভেঙ্গে/মেখে/ঢেকে ভারী-চশমা
হাতড়ে হাতড়ে খুঁজে খুঁজে কুচকে যাওয়া জামা/গেঞ্জির
খুটে মুছে চিরান্ধ জানলার কাঁচ ফুঁড়ে শিশির-ভেজা-আলোয়
হারানো কিছু একটা খুঁজি, খুঁজে-খুঁজে খুঁড়ে-খুঁড়ে দেখতে চাই;
ক্ষীণ-চোখে দেখতে-ও পাই, চির-ভঙ্গুর এক অচেনা আমাকে।
জন্ম-বিরতির মত থেমে-থেমে না,
অতি পূর্ব পরিচিত সিঁড়ির মত ক্রমাগত ভেঙ্গে-ভেঙ্গে চলছি
সীমাহীন-স্বপ্নহীন ভঙ্গুরতার এই বিরাট-বিপুল কর্মসূচী
আমার অ-ঘুমকে ক্রমাগত জাগিয়ে রাখে।
অচেতন ঘুম-ঘোরের গা-ঘেঁসে না হোক
নিঃসৃত ছিটকে পড়া শোণিতের ভঙ্গুরতাকে বুকে বেঁধে
অন্তত ধীর অ-কম্পমান ভাত ঘুমের সসঙ্গতা চাইতেই পারি!
পারি-না?
১৮টি মন্তব্য
শাহরিন
খাটের পাশে একটি বড় আয়না রাখলেই হয়!! দিব্বি নিজেকে দেখতে পাবেন 😏
ছাইরাছ হেলাল
এমন বিজ্ঞানময় উপদেশ আগে দিলে খামখা এত্ত উছাট-পাছাট
করা লাগত না!!
প্রথমের জন্য বিশেষ ঈদ শুভেচ্ছা।
আরজু মুক্তা
নিজেকেই চিনতে পারছেননা!!এই বন্ধে বিশাল একটা ঘুম দেন।। মাথা মন দুটোই ঠিক হবে।
ছাইরাছ হেলাল
আচ্ছা উপদেশের জন্য ধন্যবাদ, আপনি ডাক্তার তা কিন্তু বলেন-নি।
মোঃ মজিবর রহমান
বালাই সাট, ভংুর নয় সশরিরে থাকুন। ঈদের লম্বা ছুটিতে লম্বা ঘুমান। সব ঠিক হবে।
ছাইরাছ হেলাল
লম্বা ছুটিতে লম্বা ঘুম!!
কিন্তু আপনাদের রেখে ঘুম ধরা দেবে বলে তো মনে হচ্ছে না।
দালান জাহান
অপূর্ব কবিতা। ভাল্লাগছে
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
মাছুম হাবিবী
কবিতার প্রসাংশা করার মত শব্দ খুঁজে পাচ্ছিনা। এক কথায় ওয়াও
ছাইরাছ হেলাল
কবিতা!!
পড়লেন, প্রশংসা করলেন, অবশ্যই ধন্যবাদ।
তৌহিদ
ঘুম থেকে আড়মোড়া দিয়ে উঠলে অনেক সময় খুঁজে পাওয়া যায়না অনেক কিছুই। চোখেমুখে পানির ছিটা দেন। সব ঠিক হয়ে যাবে।
এরপর মন দিয়ে সব কাজকর্ম সেরে দিন একটা ভাতঘুম। ঈদ মোবারক ভাই।☺
ছাইরাছ হেলাল
ভাতঘুম-কে খুঁজে পাচ্ছি না!!
তবে পানি-ছিটা দেয়া যেতেই পারে, ঠাণ্ডা না গরম পানি তা কিন্তু বলে দেন-নি!!
ঈদের শুভেচ্ছা ভাবীকে-ও।
তৌহিদ
ঠান্ডা পানি 😃😃
ছাইরাছ হেলাল
কুসুম কুসুম ভাবতে পারেন!!
সাবিনা ইয়াসমিন
কস্ট করার আর দরকার নেই,অ-ঘুমের সাথেও এত দরকষা কষি করা লাগবেনা। আজই শেষ রোজা। আপনি চাইলেই আগামীকাল ঈদের নামাজ এবং বন্ধু-বান্ধবদের সাথে ঈদের শুভেচ্ছা আদান প্রদান করে, বাড়ি ফিরে যথেষ্ট ভাত খেয়ে একখান ভাত-ঘুম দিতে পারবেন। 😀😀
ঈদুল ফিতরের শুভেচ্ছা রইলো মহারাজ। ভালো থাকবেন, ঈদ মোবারক 🌹🌹
ছাইরাছ হেলাল
বিনা দরকষায় যাদের কাছে অধরা ধরা হয়ে থাকে তাদের আর চিন্তা কী!
দরে না বুনলেই কষা-কষি জেঁকে বসে।
দস্তুর মত শুভেচ্ছা ও ধন্যবাদ এই ঈদের। কবিতা-জি কে।
লেখাদের সাথে সময় কাটানোর কথা ভাবছি!!
জিসান শা ইকরাম
এই রোজার মাসে ঘুম টুম সব লেজে গোবরে হয়ে গিয়েছে,
আমারো ভাত ঘুম লাগবে,
কতদিন ঘুমাই না।
ছাইরাছ হেলাল
টাইট করে ঘুমের আয়োজন নিন।
ঘুম খুব মায়াবী-মোহনীয় বস্তু, তুলে নিন যে টুকু সম্ভব।